প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৫, ২০২৪, ০৬:০৯ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 266 জনবাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত চিকিৎসা সেবার লক্ষ্যে চালু করা হলো ফিজিওথেরাপি সেবা।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফিজিওথেরাপি ও পেইন ম্যানেজমেন্ট সেন্টার এর ১০৭ নম্বর কক্ষে এ ফিজিওথেরাপি সেবার শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, মেডিসিন কনসালটেন্ট ডাঃ নাহিদ, সার্জারী কনসালটেন্ট ডাঃ নুর আলামিন ও এনেস্থিসিয়া কনসালটেন্ট ডাঃ তারিকুল ইসলাম।
ফিজিওথেরাপিষ্ট মজিবর রহমান জানান, তিনি অত্র প্রতিষ্ঠানে দীর্ঘ ১৩ বছর যাবত চাকরি করলেও আই আর আর মেশিন না থাকার কারণে রোগীদের ফিজিওথেরাপি দিতে পারেননি। হাসপাতালের প্রতিষ্ঠান প্রধান নিজ উদ্যোগে এবং নিজস্ব ব্যবস্থাপনায় অত্যাধুনিক আই আর আর মেশিনের মাধ্যমে আজকে বহিঃ বিভাগের ১০৭ নম্বর কক্ষে এই সেবাটি চালু করলেন।
আই আর আর মেশিনের মাধ্যমে দীর্ঘদিনের বাতব্যথা, মাঝাব্যথা, ঘাড়েরব্যথা, হাঁটুরব্যথা সহ শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথা নিরাময় ও উপসম করা সম্ভব বলে তিনি জানান।
এছাড়াও প্যারালাইসিসে হাত-পা অবশ হওয়া, দুর্ঘটনায় ফ্যাকচার জনিত কারণে ব্যথা এবং যে সকল প্রতিবন্ধি হাঁটতে পারেনা তাদের জন্য এ মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে জানান হাসপাতাল প্রধান ডাঃ সাইদুর রহমান। সম্পুর্ন বিনা খরচে সর্বসাধারণ এই সেবাটি গ্রহন করতে পারবেন।
Facebook Comments