প্রকাশিত সময় : এপ্রিল, ২৯, ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 379 জনআল আমিন সরকার
ঢাকা মহানগর উত্তরা তুরাগ বাসীসহ সবাইকে মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন, তুরাগের ৫৪ নং ওয়ার্ডের ভাটুলিয়ার বীর মুক্তিযুদ্ধা মোঃ ইব্রাহীম সাহেবের সু`যোগ্য কন্যা মোছাঃ তাছলিমা বেগম, তিনি বলেন পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার দিবস । যা সকলের কাছে মে দিবস হিসাবে পারিচিত শ্রমজীবী মানুষের সংগ্রাম আর সংহতির দিন মহান মে দিবস ।
শ্রমজীবী মানুষের দাবী আদায়ের আন্দোলনে যে সমস্ত শ্রমিক শহীদ হয়েছে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। এবং সকল শ্রমিক ভাই বোনদের সংগ্রামী শুভেচ্ছা জানান । পরিশেষে ঢাকা মহানগর উত্তর সিটি করর্পোশনের ৫৪ নং ওয়ার্ড বাসীর কাছে দোয়া প্রত্যাশী তিনি সবার মঙ্গল কামনা করেছেন।
উল্লেক্ষ্য ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন গড়ে তুলেছিলেন। ওই সময় তাদের নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা ছিল না। নামমাত্র মজুরিতে তারা মালিকদের ইচ্ছানুযায়ী কাজ করতে বাধ্য হতেন।
হে মার্কেটে আহূত ধর্মঘটী শ্রমিক সমাবেশে পুলিশ গুলি চালিয়ে আন্দোলন স্তব্ধ করে দিতে চেয়েছিল। গুলিতে মারা গিয়েছিলেন ৬ শ্রমিক। এর প্রতিবাদে ৪ মে হাজার হাজার শ্রমিক ফেটে পড়েছিলেন বিক্ষোভে। সেদিনও পুলিশের গুলিতে ৫ শ্রমিক মারা গিয়েছিলেন।
আন্দোলন গড়ে তোলার অপরাধে কয়েকজন শ্রমিককে মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছিল। এভাবে প্রাণের বিনিময়ে শ্রমিক শ্রেণি কায়েম করেছিল দৈনিক ৮ ঘণ্টা শ্রমের অধিকার।
এরপর ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে আন্তর্জাতিক শ্রমিক ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। নির্দিষ্ট শ্রমঘণ্টার সঙ্গে পরে বেতনবৈষম্য দূর করা, ন্যূনতম মজুরি, নিয়োগপত্র প্রদানের মতো বিষয়ও শ্রমিকদের জোরালো দাবিতে পরিণত হয়।
Facebook Comments