প্রকাশিত সময় : মে, ১, ২০২০, ১২:৫৯ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 782 জনশ্রম জীবন —-প্রত্যয় বিশ্বাস
নিজ অভিলাষ ভুলে জীবিকার দূর্ভাগ্য তটে, বরণ করেছে ললাটে, শুধুই অনল শিখা। যাহার লোহ হস্তে নির্মিত ঐ অট্টালিকা। যার নবনির্মাণের প্রত্যয়ে সজ্জিত এ ধারা।
তমস্র জীবনে আজ শ্রমিক মৃতপ্রায়, নরপতির নিকৃষ্ট প্রতারণায়। অশ্রুজলেই তাহার নেত্র ইন্দ্রালয়, সন্মান হারিয়ে বারংবার ফিরছে নিজ আলয়।
শ্রমিকের ঘর্মাক্ত স্রোতস্বতীতে, আজও প্রবাহমান ঐশ্বর্য তরী। শ্রমিকের প্রতি কেনো এই উপহাস! আমরা সবাইতো মোরা তাদেরই দাস। নিজ শ্বাশত তাম্রবিগ্রহ করে ক্ষত, পুষ্পে শোভিত ধরনী নির্মানে সে রত।
মজুরি আত্মসাৎ এ তৎপর মোরা, ভুলে যাই শ্রমিকের দূরাবস্থা। অভাবে সংবরণ করেছে ক্ষুধার তাড়ণা। মনে রেখো তাহার অস্তি দিয়ে গড়া, আমাদের এই বসুন্ধরা
Facebook Comments