প্রকাশিত সময় : এপ্রিল, ২০, ২০২৪, ০৯:২১ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 471 জনদেশজুড়ে ইন্টারনেটে ধীর গতি বিরাজ করছে। শুক্রবার (১৯ এপ্রিল) মধ্যরাতে ইন্টারনেটের গতি কমে যায়। শনিবার (২০ এপ্রিল) সকাল থেকে সমস্যা আরও বেড়েছে।
বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসি পিএলসি) জানিয়েছে, সিঙ্গাপুরে ফাইবার কেবল ‘ব্রেক’ করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানসহ গ্রাহকরা ইন্টারনেটে ধীর গতি পাচ্ছেন।
বিএসসি পিএলসি‘র ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ জানিয়েছেন, সিমিউই-৫ দিয়ে বাংলাদেশে ১ হাজার ৬০০ জিবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহ হয়। এর পুরোটাই এখন বন্ধ আছে। আমরা চেষ্টা করছি, সিমিউই-৪ (প্রথম সাবমেরিন কেবল) দিয়ে বিকল্প ব্যবস্থা করতে। সিঙ্গাপুরে ফাইবার কেবল ব্রেক করায় বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশে একই অবস্থা তৈরি হয়েছে।
তিনি জানান, আজ শনিবার বিকেলের মধ্যে জানা যাবে, এটা কবে নাগাদ স্বাভাবিক হবে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক জানিয়েছেন, ইন্টারনেটের গতি কম হওয়ায় গ্রাহকরা তাদের কাছে ফোন করে অভিযোগ জানাচ্ছেন।
Facebook Comments