শিরোনাম
  মধুপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার       কোটা সংস্কার আন্দোলন মধুপুর এর আইডি হ্যাক       ফুলপুর জাতীয়তা বাদী দল বি এন পি এর উদ্যোগে বানবসীদের ত্রাণ বিতরণ       মধুপুর উপজেলার গুরুত্বপূর্ণ তিন দপ্তরের প্রধান দায়িত্বে জুবায়ের হোসেন       ফুলপুর গরীব অসোহায় মানুষের মাঝে খাদ্য কর্মসূচী ও বিতরণ করা হয়       মধুপুরে বাল্যবিবাহ সংঘটিত করার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা       আশুলিয়া ড্রামের উপর স্যালো মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালুউত্তোলন       রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ভিসি’ র সাংবাদিকদের সাথে মতবিনিময়       সাভারে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে তরুণীকে হত্যা, আদালতে প্রেমিকের দায় স্বীকার       পানি কমার সাথে বাড়ছে ভাঙ্গনের তীব্রতা, দিশেহারা নদীপাড়ের মানুষ    
১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশিত সময় : মে, ১২, ২০২০, ০৯:২০ পূর্বাহ্ণ

পাঠক দেখেছেন 186 জন
 

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য একটি আনন্দের মাস। রমজান মাসে রোজা রেখে ইফতার করা ও ইফতার করানোও আনন্দের কাজ। বন্ধু, আত্মীয়-স্বজন, অফিস-সহকর্মী, পাড়া-প্রতিবেশীর সঙ্গে ইফতার করা এবং রাজনৈতিক দলের ইফতার পার্টি আমাদের সংস্কৃতির একটি অংশ। এছাড়া পুরান ঢাকাসহ সারাদেশেই রকমারি ইফতারির পসরা সাজিয়ে ইফতার বিক্রি করে এবং ক্রয় করার মধ্যে রয়েছে আনন্দ।

বিশেষ করে আয়োজন ও জমায়েত করে ইফতার করলে যেমন আনন্দ পাওয়া যায় তেমনি একে অপরের মধ্যে সম্পর্কও আরও মজবুত হয়। কিন্তু এসবের কিছুই এবারের রমজানে নেই। করোনা রমজানের সব আনন্দই কেড়ে নিয়েছে।

সারাদিন রোজা থাকার পর বিকেলে ইফতার তৈরি করে প্রতিবেশীর ঘরে পাঠানো, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বা সহকর্মীর বাসায় ইফতার পাঠানো এবং প্রতিবেশীর ইফতার নিজের ঘরে আসার সংস্কৃতি যুগ যুগ ধরে চলে আসছে। এর মধ্যদিয়ে আমরা যেমন আনন্দ উপভোগ করি তেমনি আত্মীয়তার বন্ধনটাও দৃঢ় হয়।

কিন্তু করোনা এবার সব পথ বন্ধ করে দিয়েছে। প্রতিবেশী বা যে কারো বাসায় ইফতার পাঠানো দূরের কথা; এবার কোনো আত্মীয় কারো বাসায় গেলেও দরজা খোলে না। খুললেও দূরে দাঁড়িয়ে কথা বলেই বিদায় করে দিচ্ছে। বিষয়টি আমাদের সংস্কৃতির সঙ্গে অত্যন্ত বেমানান হলেও বাস্তবতার কারণেই সবাই এ পরিস্থিতি মেনে নিয়েছে। এ পরিস্থিতিতে আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়াও বন্ধ করে দিয়েছেন অনেকে।

পবিত্র রমজান মাসে একদিকে যেমন রোজার আনন্দ অন্যদিকে রোজার শুরু থেকে চাঁদরাত পর্যন্ত নিজের এবং আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের জন্য কেনাকাটারও একটা আনন্দ আছে। পাঞ্জাবি-পায়জামা, জুতা, স্যান্ডেল, শাড়ি, সালোয়ার কামিজ থেকে শুরু করে প্রসাধনী কেনাকাটায় পুরো মাসটা ব্যস্ততার মধ্যদিয়ে কেটে যায়। তবে এর মধ্যে আনন্দও আছে। কিন্তু করোনাভাইরাসের কারণে এবার মার্কেট, সুপারমল, দোকানপাট সব বন্ধ। করোনার কারণে বড় বড় সুপারমলগুলো খুলবে না আগেই জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোজার মাঝামাঝি এসে দু-একটি দোকানপাট বা ছোটখাট মার্কেট খুললেও সেখানে কোনো ক্রেতা নেই। করোনা আতঙ্কের কারণে অনেকে ঘর থেকেই বের হচ্ছেন না। ফলে কেনাকাটার আনন্দ থেকেও দেশবাসীকে বঞ্চিত করছে করোনা।

রমজান মাস এলেই দেশের রাজনৈতিক দলগুলো বড় বড় ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। সারা মাস এসব ইফতার মাহফিলে লাখ লাখ লোকের সমাগম ঘটে। ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ দেশের সব রাজনৈতিক দল ও এর অঙ্গ-সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনগুলো ইফতার পার্টির আয়োজন করে। এর মধ্যদিয়ে নেতাকর্মীদের মধ্যেও সম্পর্ক আরও মজবুত হয়। বিশেষ করে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়সহ সহযোগী সংগঠনগুলোর অফিসেও প্রতিদিন শতশত মানুষের ইফতারের আয়োজন থাকত। আর গণভবনে নির্মাণ করা হতো বিশাল প্যান্ডেল। প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য ইফতারির আয়োজন করা হতো। মানুষের পদচারণায় যেসব জায়গাগুলো মুখরিত ছিল সেই স্থানগুলো এবারের রমজানে জনশূন্য খাঁ খাঁ করছে।

এ বিষয়ে কথা হয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ‘প্রতিবছর রমজান মাসে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইফতার মাহফিল করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ইফতার করেন। কিন্তু এবার প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। তবে প্রেক্ষাপট ভিন্ন হলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।’
তিনি বলেন, লকডাউনের কারণে সারাদেশে অনেক মানুষেরই কাজকর্ম নেই। বিশেষ করে লেবার শ্রেণির লোকেরা যারা ঘরে বসে দিন কাটাচ্ছেন-এমন গরিব ও অসহায় লাখ লাখ মানুষের পাশে ত্রাণ নিয়ে হাজির হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

‘আওয়ামী লীগ সবসময় ত্যাগের রাজনীতি ধারণ করে এদেশের মানুষের কল্যাণে কাজ করে আসছে। করোনা মোকাবিলায়ও নেতাকর্মীরা যেমন ত্রাণ দিচ্ছেন আবার মানুষের মনে সাহস জোগাচ্ছেন করোনা প্রতিরোধে’-যোগ করেন আওয়ামী লীগের এই নেতা।

দলের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক এ বিষয়ে বলেন, করোনাভাইরাসের কারণে আগের রমজান মাস আর এবারের রমজান মাসের মধ্যে অনেক পার্থক্য সৃষ্টি হয়েছে। তবে সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে প্রত্যেকে আমরা একে অপর থেকে দূরে থাকলেও ত্রাণ এবং ইফতার নিয়ে গবির দুঃখী মানুষের কাছে ছুটে যাচ্ছেন আওয়ামী লীগের নেতারা। প্রতি রমজানে আমরা নিজেরা দলীয় নেতাকর্মী ছাড়া বিভিন্ন পেশার মানুষদের নিয়ে ইফতার করে যে আনন্দ উৎসব করতাম এবার তা না করে ক্ষুধার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করে এবং গবির দুঃখীদের পাশে দাঁড়াতে পেরে খুব আনন্দবোধ করছি।

তিনি বলেন, আমার নিজ এলাকায় বগুড়ায় আজ দেড়মাস ধরে ত্রাণ বিতরণ, ইফতার বিতরণ ও ছাত্রলীগকে সঙ্গে নিয়ে মানুষের ধানকেটে দেয়াসহ বিভিন্ন সামাজিক কাজ করে দিন পার করছি। সারাদেশে আওয়ামী লীগের সব নেতারাই দাঁড়িয়েছেন ক্ষুধার্ত গবির মানুষের পাশে।

Print Friendly, PDF & Email
শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Facebook Comments

     

আরও পড়ুন

মধুপুরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার

কোটা সংস্কার আন্দোলন মধুপুর এর আইডি হ্যাক

ফুলপুর জাতীয়তা বাদী দল বি এন পি এর উদ্যোগে বানবসীদের ত্রাণ বিতরণ

মধুপুর উপজেলার গুরুত্বপূর্ণ তিন দপ্তরের প্রধান দায়িত্বে জুবায়ের হোসেন

ফুলপুর গরীব অসোহায় মানুষের মাঝে খাদ্য কর্মসূচী ও বিতরণ করা হয়

মধুপুরে বাল্যবিবাহ সংঘটিত করার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা

আশুলিয়া ড্রামের উপর স্যালো মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালুউত্তোলন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ভিসি’ র সাংবাদিকদের সাথে মতবিনিময়

সাভারে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে তরুণীকে হত্যা, আদালতে প্রেমিকের দায় স্বীকার

পানি কমার সাথে বাড়ছে ভাঙ্গনের তীব্রতা, দিশেহারা নদীপাড়ের মানুষ

ফেরদৌস আক্তার রুনা, রচিত ( কাপুরুষ )

পোশাক শ্রমিকদের হঠাৎ বাড়ি ফেরার হিড়িক

কথা রাখলেন না গার্মেন্টস কর্তৃপক্ষ, চাকরিচ্যুত শ্রমিক-দম্পতি

বিজিএমইএ সভাপতি কতৃক শ্রমিক ছাটাই ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলনে

বিজিএমইএ’র অনুরোধ রাখলো না সাভারের অনেক পোশাক কারখানা!

কবিতাঃ”হিজুলীর ফুয়াদ চাচা” কবি মোঃ আব্দুল হামিদ

৯০ এর রাজপথ কাপানো জাসদ নেতা হান্নান ক্যান্সারে আক্রান্ত

সাভারে পোশাক শ্রমিকদের ঢিলেঢালা ঈদ উৎযাপন

ট্রাকে ঈদযাত্রা: ধর্ষণের পর হত্যা করা হয় গার্মেন্টসকর্মী মৌসুমীকে

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন  তুরাগ থানা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন

 

Top