প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২১, ২০২০, ০৭:৩৭ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 636 জনঅনলাইন ডেস্ক: রাজধানীর সায়েদাবাদে নির্মাণাধীন একটি ভবন থেকে নিচে পড়ে শফিয়ার (২৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে বেলা পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকর্মী মো. শাহিন জানান, শফিয়ারের বাড়ি গাইবান্ধায়। বকশিবাজারে থাকতেন তিনি। সায়েদাবাদ ফয়যানে মদিনা জামে মসজিদের ৫ম তলার পাশে মাচান বেঁধে প্লাস্টারের কাজ করছিলেন শফিয়ার। সেসময় মাচানের রশি ছিড়ে কাত হয়ে যাওয়ায় তিনি ভবন থেকে নিচে পড়ে যান এবং গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
Facebook Comments