প্রকাশিত সময় : এপ্রিল, ২৬, ২০২২, ১১:৪১ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 655 জনএস এম রুলন উদ্দিন স্বাধীন ( কুমারখালী ) কুষ্টিয়া প্রতিনিধি: মো জাকির হোসেন বাবুল একজন জনপ্রতি নিধি । বিভিন্ন সময়ে আলোচনায় আসেন বিভিন্ন প্রসংশনীয় উদ্যোগে । বলছি জনপ্রিয় ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর , ভারপ্রাপ্ত সভাপতি ঢাকা মহানগর উওর যুবলীগের , মো জাকির হোসেন বাবুল স্যারের কথা , জনপ্রিয় এই কাউন্সিলর এবারে আলোচনায় এসেছে , জনপ্রিয় গান ‘ জাতির পিতা তোমায় সালাম’ গানে সার্বিক সহযোগিতা ও প্রেযোজনা করার জন্য l জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে স্নরণে নিয়ে করা – (জাতির পিতা তোমায় সালাম) গানটি প্রসংশনীয় হয়েছে দেশীয় সাস্কৃতিক ও বঙ্গবন্ধু প্রেমী মহলে l জাতীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক মহল থেকে আসছে প্রশংসা l মো: জাকির হোসেন বাবুল (১৮ নং ওয়ার্ড কাউন্সিলর , ভারপ্রাপ্ত সভাপতি ঢাকা মহানগর উওর যুবলীগ ) স্যার এক শুভেচ্ছা বার্তায় জানান’ ” জাতির পিতা তোমায় সালাম ,গানটি আমাদের বাংলাদেশের স্হপতি- বাঙ্গালী অবিসাংবাদিত নেতা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- তার সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিব- আমার যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি- এবং তার অন্ত-সত্তা আরজু মণি কে উৎসর্গ করলাম, এবং আমার যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশের তও্ববধানে গান টি আমি উদ্বোধন করেছিলাম ‘ আমি অনেক কৃতঙ্গতা প্রকাশ করছি সকলের প্রতি : এমনটাই বলেন জনপ্রিয় কাউন্সিলর মো জাকির হোসেন বাবুল জাতির পিতা তোমায় সালাম – গানটির কথা রচনা ও গিটার বাজিয়েছেন মো শহিদুল ইসলাম ( শাহি) উক্ত গানটির সুর ও সংগীত আয়োজন করেন – শাহেদ রহমান সাম্প্রতিক সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী শিলা , ও নাইম আসলামের কন্ঠে জনপ্রিয় হয়ে উঠেছে- জাতির পিতা তোমায় সালাম- গানটি, মুক্তি পাওয়ার খুব অল্প দিনেই বেশ ভাইরাল এখন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে । সাংস্কৃতিক প্রিয় মানুষ গুলোর মধ্য নতুন আলোচনা বিরাজ করেছে ‘ জাতির পিতা তোমায় সালাম’ শিরোনামের গানটি । মো: জাকির হোসেন বাবুল (১৮ নং ওয়ার্ড কাউন্সিলর , ভারপ্রাপ্ত সভাপতি ঢাকা মহানগর উওর যুবলীগ ) স্যারের সার্বিক আয়োজনে ও তও্বধানে ‘ জাতির পিতা তোমায় সালাম ‘ শিরোনামের গানটি ২৬ মার্চ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায় l তরুন প্রজন্মের কাছে বেশ সাড়া ফেলেছে ‘ জাতির পিতা তোমায় সালাম’ শিরোনামের গানটি
Facebook Comments