প্রকাশিত সময় : জুন, ৬, ২০২০, ১১:২৩ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 600 জনআল আমিন বিন আমজাদ (ফুলবাড়ী প্রতিনিধি) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরশহরে রাস্তায় পড়ে থাকা এক অসহায় ভিক্ষুক কে নিয়ে আবেক ঘনো মানবিক একটি লেখা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারন সম্পাদক মোঃ মেহেদী হাসান। অসহায় মানুষের জন্য কতোটা দরদ থাকলে এই ভাবে লিখতে পারেন একজন রাজনৈতিক ছাত্র নেতা। ফুলবাড়ী ছাত্রলীগ এই নেতা করোনায় অসহায় মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে সেটিও অতান্ত প্রসংনীয় পাশাপাশি করোনায় শ্রমিক সংকটে অসহায় কৃষকের ধান কাটার ব্যাপারেও তর ভূমিকা ছিল প্রসংনীয় এছাড়া বিভিন্ন সমাজসেবা মূলক কজেও রয়েছে তার অগ্রনী ভূমিকা।ত্যাগি এই ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সবসময় বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। সম্প্রতি তার একটি মানবিক পোস্ট দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ফেসবুকে তিনি এক অসহায় ব্যাক্তির ছবি পোস্ট করে লিখেছেন। এই মানুষটি ফুলবাড়ী উপজেলার অনেক মানুষেরই অতি পরিচিত একটি মুখ,বিশেষ করে উত্তর সুজাপুর(প্রফেসর পাড়া) এর মানুষের কাছে ।আমিও ছোট বেলা থেকেই চিনি।এনার নাম হলো মোঃঅহিদুল,পিতা-মৃত নবা আলী, সাং-উত্তর সুজাপুর রাজবংশীয় পাড়া(ডারার পাড়া)।ছোট বেলা থেকেই আমি অহিদুল ভাই বলেই ডাকি।এখন এই মানুষটি সমাজ-পরিজনের কাছে অনেক অসহায়, কারন এখন সে অসুস্থ।হাটতেও পারে না,একটা হুইল চেয়ারে করে সারা ফুলবাড়ী শহর ঘুরে বেড়ায় মানুষের দ্বারে দ্বারে পেটের দায়ে।মাঝে মাঝে আমি যতটুকু পারি তাকে খাবার দিয়ে সাহায্য করি,আমার মতো অনেকেই করে, এভাবেই কেটে যায় তার সারা দিন।যখন আমার সাথে কথা বলে তখন অাদো অাদো মিষ্টি ভাষায় কথা বলে,আমি তখন অবাক হয়ে তাকিয়ে থাকি,আর ভাবি এতো কষ্টের মাঝেও মানুষটি কেমন করে হেসে কথা বলে।অহিদুল ভাই অসুস্থ হবার আগে কাজ-কর্ম করেই খেতো।বিগত কয়েক বছর থেকে সে অসুস্থ।এখন তার সম্বল বলতে ওই হুইল চেয়ারটি।সব থেকে খারাপ লাগার বিষয়টি হলো এখন তার থাকার কোন জায়গা নাই,ভাই-বোনেরাও কেউ কাছে রাখে না।এখন তার আশ্রয়ের জায়গা হলো,ফুলবাড়ী সরকারি কলেজ রোড ও ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কের মধ্যেবর্তী অজিউল্লাহ মার্কেটের বারান্দায়। প্রতিদিন আমি যখন রাতে বাসায় ফিরি তখন তার সাথে দেখা হয়।সারাদিনে মাঝে মধ্যে কোথাও কোথাও দেখা হয় কিন্তুু রাতে ওখানে দেখা হবেই।ঝড়,বৃষ্টি, ঠান্ডা, গরম যাই হোক না কেনো ওখানেই সে রাতটা পার করে।আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তো অনেক অনুদান দিচ্ছেন সাধারণ মানুষের জন্য কিন্তুু এই অহিদুল ভাইয়ের পাশে তাকাবার কি কেউ নেই?আমার অনেক খারাপ লাগে তার জন্যে কিছু করতে না পারার কারনে,আমার স্বাদ আছে কিন্তুু সাদ্ধো নাই।তাই আমি আমাদের প্রিয় নেতা মোঃমোস্তাফিজুর রহমান ফিজার এম. পি মহোদয় সহো ফুলবাড়ী উপজেলা পরিষদ এর সন্মানিত চেয়ারম্যান জনাব মোঃআতাউর রহমান মিল্টন চাচা ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃআব্দুস সালাম চৌধুরী স্যারের কাছে বিনীত অনুরোধ করছি যেন এই অহিদুল ভাইয়ের জন্যে অন্তত একটা মাথা গোঁজবার জায়গা হয়, এমন একটা ব্যবস্থা করার জন্য। ( পোস্টটি শেয়ার করবেন প্লিজ যেনো কতৃপক্ষের নজরে আসে) আসুন আমরা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান এর মতো মানবিক হই অসহায় মানুষের পাশে দাঁড়াই তাহলেই সমাজ পরিবর্তন হবে সমাজ থেকে অসহায়ত্ব দূর হবে।
Facebook Comments