প্রকাশিত সময় : মে, ৭, ২০২০, ০৩:৫৬ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 152 জনআজ বৃহস্পতিবার ১৩ রমজান। মুসলমানদের জন্য রমজান মাস আল্লাহর পক্ষ থেকে এক বড় নিয়ামত। মানুষের ইহকালিন ও পরকালিন জীবনে কল্যাণের জন্যই রোজার বিধান চালু করা হয়েছে। রমজানের রোজা আল্লাহর পক্ষ থেকে ফরজ ইবাদত।
এ মাস হচ্ছে নেকি অর্জনের মাস। রমজান মাসে দীর্ঘ সময় উপবাসব্রত পালনের পর সূর্যাস্তের পর ইফতার করতে হয়। ইফতার তারাতারি করা বা দেরিতে না করা উত্তম।
আবু হোরায়রা (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন নবী (সঃ) বলেন আমার কাছে সে ব্যক্তি অতি প্রিয় যে তারাতাড়ি ইফতার করে, (তিরমিজি)। পবিত্র রমজান মাসে রোজাদারকে ইফতার করানো অত্যান্ত সওয়াব ও পূর্ণের কাজ।
হযরত যায়েদ বিন খালেদ (রাঃ) থেকে বর্ণিত রাসুল (সঃ) বলেন যে ব্যক্তি অন্যন কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করায় তার জন্য রোজাদরের সমান সওয়াব।
তবে ঐ রোজাদার ব্যক্তির সওয়াব থেকে কোনো কিছু কম হবে না।
এখন যে পরিস্থিতি অন্যকে যেমন ইফতার করা মানবিক কাজ তেমনি সওয়াবের কাজ। আল্লাহ আমাদের এই মহত কাজে এগিয়ে আসতে তৌফিক দিন আমিন।
Facebook Comments