প্রকাশিত সময় : জুলাই, ২, ২০২০, ০৮:২২ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 658 জনপ্রত্যয় বিশ্বাস: মোঃতরিকুল ইসলামকে সভাপতি ও সানজানা সাঈদকে সচিব করে আন্তর্জাতিক যুবসেবা সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের ২০২০-২১ রোটারি বর্ষের পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। ৩০ জুন ২০২০ রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের ৪৭৪তম নিয়মিত সভায় পূর্ববর্তী সভাপতি রোটার্যাক্টর মো. নাবির হেসেন থেকে তরিকুল ইসলাম ক্লাব সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের ২০২০-২১ বর্ষের পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ হলেন-সভাপতি মো. তরিকুল ইসলাম, সচিব সানজানা সাঈদ, সদ্য অতীত সভাপতি মো. নাবির হোসেন, নির্বাচিত সভাপতি শেখ আহাসানুর রহমান জিম, সহ-সভাপতি মো. আলী কদর, যুগ্ম সচিব উম্মুল খায়ের, কোষাধ্যক্ষ মো. তৌহিদুল ইসলাম তুষার, সম্পাদক সাজিদ ইসলাম শুভ, সহ-সম্পাদক মালিহা আলম, ক্লাব সেবা পরিচালক মুবিন শুভ্র, সমাজসেবা পরিচালক ফাবিহা তাসনিমা, আন্তর্জাতিক সেবা পরিচালক নিয়নতা মাহজাবিন, পেশা উন্নয়ন সেবা পরিচালক আয়েশা ইসলাম, চিফ সার্জেন্ট অ্যাট আর্মস আব্দুর রহমান হিমেল ও সার্জেন্ট অ্যাট আর্মস খালেদা আক্তার সুমা। জুম মাধ্যমে অনলাইনে নিয়মিত সভা ও সভাপতির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব ঢাকা পল্টনের অতীত সভাপতি লুৎফর রহমান, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও মডারেটর এস এম আলী আজম, রোটারি ক্লাব অব ঢাকা গ্রান্ডের অতীত সভাপতি একেএম আহসানুর রহমান মল্লিক রনি, রোটারি ক্লাব অব ঢাকা ওল্ড সিটির প্রতিষ্ঠাতা সভাপতি একেএম জাহিদুর রহমান মল্লিক জনি, বাংলাদেশ স্কাউটের ডেপুটি ন্যাশনাল কমিশনার জিয়াউল হুদা হিমেল, জেলা রোটার্যাক্ট প্রতিনিধি আবু বকর সিদ্দিক রূপম, জেলা রোটার্যাক্ট প্রতিনিধি নমিনি এম মোস্তাফিজুর রহমান, রোটার্যাক্ট ক্লাব অব কাঠমুন্ডু ইউনিভার্সিটির উপদেষ্টা সুশান্ত মহত, রোটার্যাক্ট জেলা ৩২৭২ পাকিস্তানের জেলা সচিব সানিয়া, অতিরিক্ত জেলা রোটার্যাক্ট প্রতিনিধি ফখরুল ইসলাম রিফাত, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজের অতীত সভাপতি হাসান আল মামুন, বোরহানুল ইসলাম, তানভীর আহমেদ, মো. মিজানুর রহমান, রোটার্যাক্ট ক্লাব পদ্মা রাজশাহীর সভাপতি রাজিব মাহান্ত, রোটার্যাক্ট ক্লাব অব ইসলামাবাদের সভাপতি আসিফ আব্দুল মান্নান, রোটার্যাক্ট ক্লাব অব যশোর প্রগতির সভাপতি আবু হুরায়রা, রোটার্যাক্ট ক্লাব অব ইয়াং প্রিমিয়ারের সভাপতি শাহ মাখদুম হোসেন, রোটার্যাক্ট ক্লাব অব গুলশানের সভাপতি আব্দুল কাইউম খান, রোটার্যাক্ট ক্লাব অব ধানমন্ডির সভাপতি মারুফ রহমান, রোটার্যাক্ট ক্লাব অব গ্রেটার যশোরের সভাপতি মেহনাজ ফেরদৌস তাসফি, রোটার্যাক্ট ক্লাব অব নারায়ণগঞ্জ আপটাউনের সভাপতি এমএআর বাদশা, রোটার্যাক্ট ক্লাব অব আলোকিত ঢাকার নির্বাচিত সভাপতি তাহসিন মিমো প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটার্যাক্ট জোন থান্ডারের জোনাল প্রতিনিধি সামিরা হোসেন মিলি, রোটার্যাক্ট ক্লাব অব রূপসী খুলনার সভাপতি আরমান শাহরিয়ার, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা ব্রাইটের সভাপতি রায়হান হোসেন পিয়াস, রোটার্যাক্ট ক্লাব অব নরসিংদী সিটির প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুজ আলম, রোটার্যাক্ট ক্লাব অব এপ্রোচ রাজশাহীর নির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল খালিদ, রোটার্যাক্ট ক্লাব অব বসুন্ধরা ঢাকার নির্বাচিত সভাপতি শাহাদাত হোসেন, রোটার্যাক্ট ক্লাব অব বনশ্রী ঢাকার নির্বাচিত সভাপতি আকবর হোসেন, রোটার্যাক্ট ক্লাব অব গুলশান এভিনিউর নির্বাচিত সভাপতি মাহফুজুল হক, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা মহনগরীর নির্বাচিত সভাপতি শাওন ওসমান, রোটার্যাক্ট ক্লাব অব ধানমন্ডির নির্বাচিত সভাপতি মো. আবু হানিফ, রোটার্যাক্ট ক্লাব অব পূর্বাশা প্লাসের নির্বাচিত সভাপতি ফখরুল ইসলাম রিফাত, রোটার্যাক্ট ক্লাব অব রূপসী খুলনার নির্বাচিত সভাপতি জুনায়েদ হোসেন, রোটার্যাক্ট ক্লাব অব ইস্টওয়েস্ট মেডিকেল কলেজের নির্বাচিত সভাপতি আফরিনা ইসলাম বৃষ্টি, রোটার্যাক্ট ক্লাব অব মেট্রোপলিটান চিটাগং এর নির্বাচিত সভাপতি নূর মোহাম্মদ মিরাজ, রোটার্যাক্ট ক্লাব পদ্মা রাজশাহীর সচিব তানিয়া আক্তার, ইন্টার্যাক্ট ক্লাব অব মিরপুরের প্রতিষ্ঠাতা সভাপতি আদিবা আজম মাটি প্রমুখ।
Facebook Comments