প্রকাশিত সময় : মে, ৪, ২০২০, ১১:২৫ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 721 জনকোভিড-১৯ মহামারিতে রোববার ইতালিতে ১৭৪ জনের প্রাণ ঝরলো। যেখানে আগের দিনই মৃত্যু হয়েছিল ৪৭৪ জনের। বেসামরিক নিরাপত্তা সংস্থার তথ্য মতে, ইতালি জুড়ে লকডাউনের পর একদিনে এটাই সবচেয়ে কম মৃত্যু।
নতুন করে আক্রান্তের সংখ্যাও কমতে শুরু করেছে। শনিবার ১ হাজার ৯০০ জনের করোনা শনাক্ত হয়েছিল, রোববার তা নেমে দাঁড়ালো ১ হাজার ৩৮৯ জনে।
২১ ফেব্রুয়ারি থেকে ইতালিতে শুরু হওয়া মহামারির সংক্রমণ কমতে থাকায় সোমবার থেকে ৮ সপ্তাহের লকডাউন শিথিল করছে ইতালি সরকার। ইউরোপের সবচেয়ে লম্বা লকডাউন চলাকালে ইতালিতে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮৮৪ জনের, বিশ্বে যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানি তাদের।
২ লাখ ১০ হাজার ৭১৭ জনের নিশ্চিত সংক্রমণে তারা যুক্তরাষ্ট্র ও স্পেনের পরে তৃতীয় স্থানে। অন্তত ৭১ হাজার ৬৫৪ জন সুস্থ হয়েছেন।
আজ সোমবার থেকে ম্যানুফ্যাকচারিং ও কন্সট্রাকশান শুরু হবে। ১৪ মে থেকে খুলবে দোকানপাট। পানশালা, রেস্তোঁরা ও ক্যাফেসহ জরুরি নয় এমন ব্যবসা প্রতিষ্ঠান ১ জুনের আগে খুলছে না। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে অনির্দিষ্টকালের জন্য।
Facebook Comments