প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৯, ২০২০, ০৭:৩৯ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 997 জনসুমন আহমেদ বিজয় লাখাই থেকেঃ
“তথ্য অধিকার,সংকটে হাতিয়ার”এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে লাখাইয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ উদযাপিত হয়েছে।
“সংকটকালে তথ্য পেলে, জনগণের মুক্তি মেলে” এই স্লোগান কে সামনে রেখে আজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ উদযাপনের লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মুহাম্মদ আবদুল কাদের,ইউনিয়ন চেয়ারম্যান গনের মধ্যে থেকে বক্তব্য রাখেন বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোক্তার হোসেন বেনু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম,লাখাই থানার ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেব,মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এনামুল হক মামুন, করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, লাখাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব রেজা ইমরান,
লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজ মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাষ্টার সহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।
Facebook Comments