প্রকাশিত সময় : জুলাই, ১, ২০২০, ০৮:৪২ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 574 জনবিশেষ প্রতিনিধি: লিও ক্লাব অফ ঢাকা কিংস স্টার এর নবনির্বাচি সেক্রেটারি মো. ফাহিম রায়হান এর কর্মপরিকল্পনা ৩০শে জুন ২০২০, ২৩ জন বোর্ড অফ ডিরেক্টর তৈরি করা হয় এতে ক্লাব সেক্রেটারি হিসেবে নিযুক্ত করা হয় লিও মো.ফাহিম রায়হান কে। এই নিয়ে লিও মো.ফাহিম রায়হান এর লিও ক্লাব অফ ঢাকা কিংস স্টার ক্লাবকে নিয়ে তার ভাবনা ও কাজের কথা তুলে ধরেন। লিও মো.ফাহিম রায়হান বলেন, অামাকে (২০২০-২০২১) বর্ষে ক্লাবের সেক্রেটারি এই রকম একটি গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করায় অামি ধন্যবাদ জানাই লিও ক্লাব অফ ঢাকা কিংস স্টার এর ক্লাব এডভাইসর লায়ন্স অাজহার মাহমুদ পিএমজিএফ স্যার, ক্লাবের চার্টার প্রেসিডেন্ট লিও মো.রাসেল অাহমেদ ভাইয়া ও অামার সকল লায়ন্স স্যারদেরকে। লিও ক্লাব অফ ঢাকা কিংস স্টার এর স্পন্সর ক্লাব – লায়ন্স ক্লাব অব ঢাকা কিংস এর সকল স্যারদেরকে জানাই ধন্যবাদ, অাপনার অামাকে এই পদের জন্য নিযুক্ত করেছেন। অামি মনে করি একটি ক্লাবে পদ কোন বিষয় নয় ভালোবাসা এবং নিজেকে একজন সঠিক ও যোগ্যতা সম্পূর্ণ লিডার হতে হলে পদের কোন প্রোয়জন নেই। অামাদের লিও ক্লাব অফ ঢাকা কিংস স্টার এর মাধ্যমে নিজেকে একজন কিভাবে লিডার হতে হয় সেভাবে নিজেকে তৈরি করা যায়, অামি পযর্ন্ত অনেক গুলো সার্ভিস প্রোগ্রাম করেছি যেহেতু (২০২০-২০২১) বর্ষে অামাকে ক্লাব সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করতে হবে, সে হিসেবে কাজের দায়িত্ব বেড়ে গেলো। যেহেতু এখন অামাদের লগডাইন এর মধ্যে অাছি যতটুকু পারা যায় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য সার্ভিস প্রোগ্রাম করা। লগডাইন শেষ হলে অামরা অামাদের ক্লাব থেকে বিভিন্ন ধরনের সেমিনার,কলেজ-বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পিং, গাছ লাগানো, ব্লাড গ্রুপিং, শিক্ষমূলক টেনিং, বোর্ড অফ ডিরেক্টর এর টেনিং, এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, খাবার বিতরন, স্বাস্থ্য ও সুরক্ষা জন্য সামগ্রী বিতরন, ক্লাবের মাসিক মিটিং ইত্যাদি অারো অনেক কাজ করার প্ল্যান করা হয়েছে। সামনে বাংলাদেশের মধ্যে লিও ক্লাব অফ ঢাকা কিংস স্টার কে একটি সফল ও সেরা ক্লাব হিসেবে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করা হবে। সকলে অামার জন্য দোয়া করবেন। অামি সর্বশেষ এ অাবারও ধন্যবাদ জানাবো লায়ন্স ক্লাব অব ঢাকা কিংস এর সকল স্যারদের, অামাদের ক্লাব এর এডভাইসর লায়ন্স অাজহার মাহমুদ পিএমজিএফ স্যারকে কারন স্যার এমন একজন মানুষ, স্যার এর সাথে কাজ করে, স্যার এর থেকে বন্ধুসুলভ ভাবে অামাদের কে পরামর্শ দিয়ে কাজ করে যাচ্ছে এই জন্য স্যার এর প্রতি অনেক ধন্যবাদ ও ভালোবাসা এবং অামার অারেজন কে ধন্যবাদ যার সাহায্য এই লগডাইন এর মধ্যে সব সময় পেয়েছি চার্টার প্রেসিডেন্ট লিও মো.রাসেল অাহমেদ ভাইয়াকে। সকলকে জানাই আমরা পক্ষ থেকে ভালোবাসা ও শুভেচ্ছা, সবাই অামার জন্য দোয়া করবেন। সকলে এই সময়ে “বাসায় থাকুন, নিরাপদে থাকুন” নিজেকে সব সময় সুরক্ষা থাকার চেষ্টা করবেন, ধন্যবাদ।
Facebook Comments