প্রকাশিত সময় : আগস্ট, ১২, ২০২৪, ১১:২০ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 233 জনসুমাইয়া মোস্তাকিম শিবগঞ্জ বগুড়া প্রতিনিধি:
সোমবার(১২আগষ্ট) শিবগঞ্জ থানা সক্রিয় হয়।সেখানে উপস্থিত ছিলেন বগুরা জেলার এসপি, শিবগঞ্জ উপজেলা সমন্বয়ক কমিটি,ও শিবগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা সেনাপ্রধান মো:অনিক ইসলাম।তিনি বলেন ,দীর্ঘ ২০দিনের আন্দোলনের মাধ্যমে ৫ই আগষ্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করে।শত শত ভাই বোনের রক্তের বিনিময়ে বাংলাদেশ আবারো স্বাধীনতা লাভ করে। তাই আমরা চাইনা বাংলাদেশে আবারো এমন কোনো দূর্নীতি না হয় যাতে শিক্ষার্থীদের প্রান যায়।দেশের যেকোনো মানুষের প্রান যায়।এখানে শিবগঞ্জ উপজেলা সমন্বয়ক কমিটির শিক্ষার্থী জানায়,আমরা কোনো দলের পক্ষে বা বিপক্ষে নেই।আমরা চেষ্টা করবো যাতে বাংলাদেশ এ আবারো কোনো অন্যায় না হয়। প্রয়োজনে আবারো রক্ত দিবো কিন্তু বাংলাদেশকে একটি দূর্নীতি মুক্ত দেশ গরবো।শিবগঞ্জ উপজেলার ওসি(আবদুর রউফ) জানায় দেশের এমন করুন অবস্থার কারনে পুলিশের উপর থেকে মানিষের ভরসা হারিয়েছে এখন সাধারন জনগনের ভরসার উত্তম কারিগর হলো শিক্ষার্থী। তাই প্রশাসনের কাজে যেনো শিক্ষার্থী সহায়তা করে বলেন তিনি যাতে মানুষ আবারো প্রশানকে ভরসা করতে পারে।তিনি আরো বলেন অত্র উপজেলায় আন্দোলন এ গিয়ে আহত হয়েছে যারা তাদের আর্থিক সহায়তা করা হবে।এবং আহতদের সনাক্ত করে সমন্বয়ক কমিটির শিক্ষার্থীদের নিয়ে তাদের দেখতে যাবেন তিনি নিজে।সমন্বয়ক কমিটির শিক্ষার্থী এতে সহমত প্রকাশ করে।
Facebook Comments