প্রকাশিত সময় : আগস্ট, ১০, ২০২০, ০৮:৪৯ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 506 জনশেরপুর প্রতিনিধিঃ- শেরপুরের ঝিনাইগাতীতে পানিতে ডুবে রোনাল্ডো রাংশা (২) নামে এক আদিবাসী শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে, ১০ আগষ্ট সোমবার সকালে নলকুড়া ইউনিয়নের জারুনতলা গ্রামে। মৃত রোনাল্ডো রাংশা ওই গ্রামের নরসুন্দর নয়ন নকরেকের ছেলে। এলাকাবাসী ও নিহত’র পরিবার সদস্যরা জানায়, ওইদিন সকালে রোনাল্ডো রাংশার মা সংসারের কাজ কর্ম করছিলেন। এসময় রোনাল্ডো রাংশা খেলার ছলে সবার অজান্তে বাড়ির পাশে থাকা ডুবায় পরে মৃত্যু হয়। পরিবারের সদস্যরা রোনাল্ডোকে না দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে থাকা ডুবায় ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে ডুবা থেকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঝিনাইগাতী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুবকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Facebook Comments