প্রকাশিত সময় : জুলাই, ৩১, ২০২০, ০১:১০ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 529 জনমেহেদী হাসান (মাসুম), শেরপুর প্রতিনিধিঃ-শেরপুরে ইদ্রিস এন্ড কোম্পানীর রশিদা বিড়ির ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে ৩ লাখ ৪০ হাজার প্যাকেটে ব্যবহৃত পুরাতন ব্যান্ডরোল জব্দ করেছে প্রশাসনের যৌথ একটি দল। ঘটনাটি ঘটে, ২৯ জুলাই বুধবার রাতে শেরপুর সদর ও শ্রীবর্দী উপজেলায় একই কোম্পানীর দুইটি ফ্যাক্টরীতে। র্যাব-১৪ জামালপুর, এনএসআই এবং জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিড়ির প্যাকেটে লাগানো পুরাতন ব্যান্ডরোল জব্দ করা হয়। এসময় উভয় ফ্যাক্টরীতে কর্মরত দুই জনকে গ্রেফতার করা হয়। র্যাব সূত্রে জানা গেছে, শেরপুরের ইদ্রিস এন্ড কোং নামে একটি কোম্পানীর বিড়ির প্যাকেটে ব্যবহৃত সরকারী রাজস্ব আদায়ের ব্যান্ডরোল যথাযথভাবে ব্যবহার না করে বিড়ির প্যাকেট বাজারজাত করা হচ্ছে। এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই, র্যাব-১৪ এবং জেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে। শেরপুর সদর উপজেলার লছমনপুর, কুসুমহাটি এলাকার ইদ্রিস এন্ড কোং এর ফ্যাক্টরীতে। অভিযান পরিচালনাকালে ৩ লাখ ৪০ হাজার পুরাতন ব্যান্ডরোল জব্দ করা হয়। এসময় শফিউল আলম নামে একজনকে গ্রেফতার করা হয়। শফিউল আলম ওই প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপক পদে কর্মরত রয়েছেন। এসময় প্রতিষ্ঠানের ম্যানেজার সটকে পরে। এ ব্যাপারে দুই থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে শ্রীবরদী ও শেরপুর সদর থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments