প্রকাশিত সময় : মার্চ, ২৭, ২০২০, ০৮:০৯ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 657 জনঅনলাইন ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ীতে মোখসেদ মিয়া নামে এক ইটভাটা শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার খলাভাঙা গ্রামের কালাগাং নামক স্থান থেকে নিহতের বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।
মোখসেদের বোন ফাতেমা বেগম জানান, খলাভাঙা গ্রামের মোখসেদ মিয়া স্ত্রী সুরাইয়াকে নিয়ে স্বপরিবারে নারায়নগঞ্জের একটি ইটভাটায় কাজ করতেন। গত বুধবার রাতে মোখছেদ স্ত্রী-সন্তানসহ নিজ বাড়িতে আসেন। বৃহস্পতিবার দিনভর বাড়ি-ঘরের কাজ শেষে রাতে ঘুমিয়ে পড়েন।
রাত আনুমানিক বারোটার দিকে স্ত্রী ও কন্যা প্রকৃতির ডাকে সাড়া দিতে উঠলে ঘরের দরজা খোলা দেখেন। পরে বাইরে বেরিয়ে ঘরের সামনে সামান্য পূঁতে রাখা একটি কঞ্চিসহ বাঁশের খন্ডাংশে মোখসেদকে মৃত এবং হাঁটু গাড়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
এ সময় তারা কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন ও স্বজনেরা ছুটে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মোখসেদের ভাতিজি রূপালী জানান, বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য কলহ চলে আসছিল। পরিবারের কারো সঙ্গে বনিবনা না হওয়ায় মোখসেদ তার স্ত্রীকে নিয়ে আলাদা বাড়ি করেন। এ ঘটনা আত্মহত্যা হতে পারে না। হাঁটু গেড়ে কেউ আত্মহত্যা করতে পারে না।
তবে কিছুদিন যাবত মোখসেদ মানসিকভাবে বিকারগ্রস্থ ছিল বলেও জানান তিনি।
মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে নালিতাবাড়ী থানার এসআই রিপন বলেন, ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আপাতত অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।সূত্র:ডেইলি বাংলাদেশ
Facebook Comments