প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১২, ২০২০, ১০:১২ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 721 জনমেহেদী হাসান (মাসুম) শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আহত নারী সুফিয়া বেগম (৫০) চিকিৎসাধীন অবস্তায় মৃত্যু হয়েছে। ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। শাহবাগ থানা পুলিশ ময়না তদন্ত শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করে। সুফিয়া বেগম ঝিনাইগাতী উপজেলার ধানশাইল গ্রামের আঃ সালামের স্ত্রী। শনিবার দুপুরে নিহতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পুলিশ ও স্হানীয়বাসিন্দারা জানায়, ১২ শতাংশ জমি নিয়ে ওই গ্রামের সহিজল হক ও হাবিবুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল। সহিজল হক ওই জমির ৩ পাশে টিনের বেড়া দিয়ে ও ছোট্র একটি চালা ঘর নির্মান করে জমিটি নিজ দখলে নেয়। গত ২ সেপ্টেম্বর বুধবার সকালে হাবিবুর রহমানের লোকজন রামদাও লাঠিসোটা নিয়ে তর্কিত জমির উপর থেকে ঘর সরিয়ে জমিটি নিজ দখলে নেয়ার চেষ্টা করে। এসময় সহিজল হকের লোকেরা বাধা দিতে গেলে দু’গ্রুপের মধ্যে এক সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের ঢাকা, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঝিনাইগাতী উপজেলাসহ শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে উভয় পক্ষ থেকে থানায় দুই টি মামলা দায়ের করা হয়েছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন নিহত নারীর হত্যাকান্ডের বিষয়টি মামলা সংযোজন করে আইনগত ব্যবস্তা গ্রহন করা হবে।
Facebook Comments