প্রকাশিত সময় : জুলাই, ১৯, ২০২০, ০৭:৪২ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 517 জনশেরপুর প্রতিনিধিঃ- শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে পলি রানী বর্মণ নামে দের বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে, ১৯ জুলাই উপজেলার নয়াবিল ইউনিয়নের ভটপুর গ্রামে। নিহত পলি রানী বর্মণ ওই গ্রামের কৃষক কাজল বর্মনের মেয়ে। স্থানীয়রা জানায়, রোববার সকাল ১১ টায় পলি রানী খেলার ছলে বাড়ির পাশে থাকা পুকুরে সবার অজান্তে পড়ে মৃত্যু হয়। হঠাৎ পলিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে তার লাশ ভাসতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা পলিকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নালিতাবাড়ী সার্কেল সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Facebook Comments