প্রকাশিত সময় : জুলাই, ১২, ২০২০, ০৭:০৭ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 598 জনশেরপুর প্রতিনিধিঃ– শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে রাহাত মিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে ১২ জুলাই রবিবার সকালে উপজেলার উত্তর রানীগাঁও গ্রামে । নিহত রাহাত শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ গ্রামের আবদুল হাকিমের ছেলে। জানাযায়, রাহাতের বাবা আব্দুল হাকিম চাকরির সুবাদে ঢাকায় থাকেন। তার স্ত্রী নুরে জান্নাত রাহাতকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। রবিবার সকাল ৯ টার দিকে ছেলেকে রেখে বাড়ির কাজ কর্ম করছিলেন নুরে জান্নাত। হঠাৎ রাহাতকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাহাতকে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। পরে তাকে দ্রুত উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Facebook Comments