প্রকাশিত সময় : অক্টোবর, ১৩, ২০২০, ০৬:৫৮ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 666 জনমেহেদী হাসান (মাসুমশেরপুর প্রতিনিধিঃ-শেরপুরে পুকুরের পানিতে ডুবে সোনিয়া নামে এক দের বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে, ১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ গ্রামে। নিহত শিশু সোনিয়া ওই গ্রামের দিন মজুর কালু মিয়ার কন্যা। এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, ওইদিন দুপুর ১২ টার দিকে সোনিয়ার মা সংসারের কাজকর্ম করছিল। এ সময় শিশু সোনিয়া খেলতে খেলতে সবার অজান্তে বাড়ীর পাশে পুকুরে পরে যায়। সোনিয়ার মা হঠাৎ মেয়েকে দেখতে না পেয়ে খুঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ীর পাশে পুকুরে সোনিয়াকে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে তাকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। শেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি আমি শোনেছি, ঘনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Facebook Comments