শেরপুর প্রতিনিধিঃ- শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিক ২ সহোদরের মৃত্যু হয়েছে। ২০ আগষ্ট বৃহস্পতিবার উপজেলার তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লালের বাড়িতে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে চককাউরিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে সাহেব আলী (৩৫) ও তার ছোট ভাই রবিউল ইসলাম (৩০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই বাড়িতে বাথরুমের পিলার ঢালাইয়ের কাজ চলছিল। সাহেব আলী ও রবিউল ইসলামসহ ৩ শ্রমিক রডের খাঁচা গর্তে নামানোর সময় পাশের ঘরের টিনের চালে রডের খাঁচা বিদ্যুতের তারে স্পর্শ হলে ওই ৩ শ্রমিক গুরুত্বরভাবে আহত হয়। পরে আহতদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাহেব আলী ও রবিউলকে মৃত ঘোষণা করেন। শ্রীবরদী থানার এসআই সুমন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Facebook Comments