প্রকাশিত সময় : জুলাই, ২৩, ২০২০, ০৭:৪২ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 548 জনশেরপুর প্রতিনিধিঃ- শেরপুরের শ্রীবরদীতে বন্যার পানিতে সাঁতার কাটতে গিয়ে আলী আকবর (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে, ২৩ জুলাই বৃহস্পতিবার উপজেলার পৌর শহরের তাতিহাটি নয়াপাড়া গ্রামে। নিহত আলী আকবর ওই এলাকার আবু শামার ছেলে। স্থানীয়রা জানান, ওইদিন দুপুরে আলী আকবর সহপাটিদের সাথে মিরকি বিলে সাঁতার কাটতে যায়। এ সময় সে সবার অজান্তে পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর সহপাটিরা তাকে দেখতে না পেয়ে পানিতে খোঁজতে থাকে। পরে ৭-৮ ফুট পানির নিচ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Facebook Comments