প্রকাশিত সময় : জুন, ৪, ২০২৪, ০১:২০ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 361 জনমোঃ সাইফুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্থানে পথে ঘাটে দিনে এবং রাতে গার্মেন্টস শ্রমিক নারীরা স্কুলের মেয়েরা রাস্তা ঘাটে চলাচলের ক্ষেত্রে ইদানীং দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে ।
এর জন্য সজাগ কোয়ালিশনের পক্ষ হইতে মাইকিং করে এবং সজাগ কোয়ালিশনের সকল সদস্য এক সঙ্গে মিলে মিশে প্রচারণা চালায় ।
সজাগ কোয়ালিশনের অভিযান শুরু করেন চন্দ্রা হইতে পল্লী বিদ্যুৎ হরিণ হাটি সফিপুর মৌচাক রাখালিয়া চালা পূর্ব মৌচাক কলাবাঁধা পূর্ব পাড়া পশ্চিম পাড়া মহল্লার বিভিন্ন স্থানে । সজাগ কোয়ালিশনের প্রচার করা হয়। সজাগ কোয়ালিশনের চিন্তা ভাবনা শুধু নারীরা কিভাবে নিরাপদে থাকবে এবিষয়ে সকল নারীদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছে সজাগ কোয়ালিশনের কর্মকর্তারা সকল নারীদের নিরাপত্তার জন্য দিনরাত পরিশ্রম করছে সজাগ কোয়ালিশনের ব্যবস্থাপক প্রবীর শাহা, মাঠ পরিচালনা কর্মকর্তা ইসরাত জাহান , ব্লাস্ট এর প্যারা লিগ্যাল কর্মকর্তা মোঃ মঞ্জুরুল ইসলাম ও মাহমুদুল রহমান সহ মহিলা সমিতির সকল সদস্যবৃন্দ। এদের সঙ্গে কথা বলে জানা যায় তাদের চিন্তা ভাবনা শুধু নারীরা রাতে কিংবা দিনে রাস্তা ঘাটে চলাচলের ক্ষেত্রে যেনো কোনো প্রকার সমস্যায় না পরে । সজাগ কোয়ালিশনের চিন্তা ভাবনা গার্মেন্টস কারখানা ছুটির পর বাসায় যাওয়ার সময়ে যেনো নিরাপত্তা অবস্থায় যেতে পারে এবিষয়ে প্রতিটি মুহূর্ত পর্যন্ত পরিশ্রম করছে বলে মন্তব্য করেন সজাগ কোয়ালিশনের সকল কর্মকর্তা গন ।
Facebook Comments