প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১১, ২০২২, ০৮:২৫ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 1037 জনজামালপুরের সরিষাবাড়ীতে কবর থেকে কঙ্কাল চুরির সাথে জড়িত চক্রের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। শুক্রবার (১১ ফেব্রুয়ারী) জুম্মা নামাজের পর উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা উত্তরপাড়া জামে মসজিদের সামনে কবরস্থানকে ঘিরে এলাকাবাসী এ মানববন্ধন করে। মানববন্ধনে এলাকাবাসী বলেন, পোগলদিঘা উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন গোরস্থান থেকে গত ২১ জানুয়ারি (শুক্রবার) গভীর রাতে ওই গ্রামের জহুরুল ইসলামের শিশুকন্যা জহুরা খাতুন (৫) ও আব্দুল বারেকের ছেলে শামীম মিয়ার (১০) কঙ্কাল চুরি হয়। এ ঘটনায় তিনদিন পর (২৪ জানুয়ারি) এলাকাবাসী কঙ্কাল চোর চক্রের সদস্য একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে শেখ ফরিদ বাবুকে আটক করে পুলিশে হস্তান্তর করে । পরে পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে। এমনকি কঙ্কাল চুরির প্রত্যক্ষদর্শী সাগর আলীর ছেলে মোহাম্মদ আলীকেও ৫৪ ধারায় পুলিশ চালান দেয়। জানা যায়, জহুরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করলেও কঙ্কাল দুটি উদ্ধার ও ঘটনার কোনো ক্লু আজও বের করতে পারেনি পুলিশ। উল্টো আসামীর পরিবার মামলার বাদী ও মসজিদ কমিটির লোকদের নানা হুমকি দিচ্ছে বলে জানান। এলাকাবাসী কঙ্কাল চুরির কারণ সনাক্তের জন্য আটককৃত চোরদের জিজ্ঞাসাবাদ ও এই চক্রের সব সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। উক্ত মানববন্ধনে এসময় উপস্থিত ছিলেন পোগলদিঘা উত্তরপাড়া জামে মসজিদ কমিটির সহ সভাপতি প্রভাষক আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক লিটন তালুকদার, যুগ্ম সম্পাদক রিপন মেলেটারি, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, মসজিদের খতিব আব্দুর রহমানসহ এলাকার প্রায় কয়েক শ’ নারী পুরুষ।
Facebook Comments