প্রকাশিত সময় : জুলাই, ৫, ২০২৪, ০৪:১৬ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 533 জনমোঃ আল আমিন সরকার
রাজধানী উত্তরা তুরাগ থানা প্রেসক্লাবের সম্মানিত সদস্য দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার বিশেষ প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক মোঃ সুমন মিয়া অসুস্থ, তাহার সুস্থতা চেয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মহল।
তিনি সাংবাদিকতা পেশাটিকে হৃদয় থেকে প্রধান্য দিয়ে সত্যনিষ্ঠার সহিত প্রায় ১০/১২ বছর ধরে একজন প্রতিবাদী কলম সৈনিক হিসাবে কাজ করে আসছেন।
সাংবাদিক সুমন মিয়া শত বাধা- বিপত্তি মোকাবেলা করে সাংবাদিকতা তথা মহৎপেশাটি সঠিক ভাবে পালন করে আসছে। তিনি সমাজের গড়ে উঠা কোন অপশক্তির কাছে মাথা নিচু করেননি। তিনি জানিয়েছেন এই পেশা চলমান অবস্থায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
তিনি গত(০৪ জুলাই) বৃহঃস্পতিবার দুপুরের পর তার আশুলিয়া বাসায় হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করলে তাকে তুরাগের ভাটুলিয়া ওমেগা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমান সে ওমেগা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন তুরাগ থানা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি মোহাম্মাদ হৃদয় খাঁন, (বিজয় টিভি) সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ মিজানুর রহমান (অভি) দৈনিক সবুজ বাংলাদেশ এবং ক্লাবের সকল সদস্য বৃন্দ ও স্থানীয় জণ সাধারণ।
Facebook Comments