প্রকাশিত সময় : নভেম্বর, ১৮, ২০২৪, ০৯:২১ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 61 জন((গোলাম রসুল আশুলিয়া প্রতিনিধি))
ঢাকার আশুলিয়ার কোনাপাড়া এলাকার নিউ পপুলার হাসপাতালে ভুল অপারেশনে পারভীন বেগম (৩৬) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় জড়িত হাসপাতাল মালিক মুজিবুর রহমানকে (৫৫) দু’ মাস পর গ্রেফতার করেছে র্যাব-৪।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে র্যাব-৪ সিপিসি-২ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতার হওয়া মজিবুর রহমান আশুলিয়ার নাল্লাপোল্লা গ্রামের মরহুম ইসমাইল মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গত ৬ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে পারভীন বেগমের (৩৬) প্রসব বেদনার কারণে তাকে আশুলিয়া থানাধীন জিরানী কোনাপাড়া এলাকার নিউ পপুলার হাসপাতালে ভর্তি করা হয় এবং সিজার বাবদ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ১৭ হাজার টাকা চুক্তি করা হয়। পরে দুপুর ১টার দিকে পারভীনকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যায় এবং চার ব্যাগ রক্ত লাগবে বলে তার পরিবারকে জানানো হয়।
বিকেল পৌনে ৪টার দিকে হাসপাতালের চিকিৎসকরা জানায় যে, পারভীনের একটি মেয়ে সন্তান হলেও তার (পারভীন) অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে হবে এবং হাসপাতাল কর্তৃপক্ষ কৌশলে পারভীনকে গাড়ীতে উঠানোর সময় তার পরিবারের সদস্যরা জানতে পারেন, তিনি (পারভীন) মারা গেছেন। এ সময় তার পরিবারের লোকজন উত্তেজিত হলে হাসপাতালের স্টাফরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পারভীনের স্বামী জানতে পারেন, যে ডাক্তার সিজার করেছে সেই ডাক্তার একজন ভুয়া চিকিৎসক। এ সংক্রান্তে ভিকটিমের স্বামী আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।’
ঘটনার পর থেকে হাসপাতালের মালিক মুজিবুর রহমান পলাতক ছিলেন। ঘটনার দু’ মাস ১২ দিন পর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ধামরাই বাজার থেকে র্যাব-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় নিউ পপুলার হাসপাতালের মালিককে গ্রেফতার করে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ‘আসামি জিজ্ঞাসাবাদে জানান যে, নিউ পপুলার হাসপাতালে দীর্ঘ দিন যাবৎ ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসার নামে বাণিজ্য করে আসছিলেন। গত ৬ সেপ্টেম্বর ভুয়া চিকিৎসক দিয়ে ভিকটিম পারভীনকে ভুল সিজারিয়ানের মাধ্যমে মৃত্যু হয়েছে।’
গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নিহত পারভীন রাজবাড়ী জেলার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
Facebook Comments