প্রকাশিত সময় : নভেম্বর, ৩, ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 113 জন((গোলাম রসুল আশুলিয়া প্রতিনিধ))
সাভারের আশুলিয়ায় বিল্ডিংয়ের সিঁড়ি থেকে পড়ে ইসমাইল হোসেন (১১) নামের এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সকালে আশুলিয়ার ভাইদাইল পূর্বপাড়া জামিয়া নুরাইল দারুল উলুম মাদরাসার ৫ তলার সিঁড়ি থেকে পরে তার মৃত্যু হয়।
নিহত ইসমাইল হোসেন (১১) সিরাজগঞ্জ জেলার সদর থানার ছোনগাছা এলাকার আশরাফুলের ছেলে। সে আশুলিয়ার ভাদাইল এলাকায় পরিবারের সাথে থেকে ওই মাদরাসার হেফজ বিভাগে পড়াশোনা করতো বলে জানা যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments