প্রকাশিত সময় : অক্টোবর, ৩১, ২০২০, ০৯:৪৫ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 840 জনরতন হোসেন মোতালেব (সাভার)থেকেঃ- সাভারে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের আলোচনা সভার সিদ্ধান্ত মোতাবেক নির্বাচনী উপ-পরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে সাভারের মজিদপুরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্বে করেন, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি জনাব, রফিকুল ইসলাম সুজন, এসময় জনাব, আবুল হোসাইন আহবায়ক ও মারুফ হোসেনকে সদস্যসচিব করে সাত সদস্যবিশিষ্ট নির্বাচনী উপ-পরিষদের কমিটি গঠন করা হয়। এসময় সভায় আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক সুমাইয়া ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, সহ-সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি সেলিম, যুগ্মসাধারণ সম্পাদক পারভীন আক্তার, সহ সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ঠান্ডু,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা, সহ-সাংগঠনিক জসীমউদ্দীন, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ খোকন, আন্তর্জাতিক সম্পাদক আবু তালেব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অহিদুজ্জামান,দপ্তর সম্পাদক রুবিনা আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিপ্লব হোসেন সফি, প্রচার সম্পাদক মোঃ কামরুজ্জামান, কার্যনির্বাহী সদস্য সৈয়দ সুরাইয়া, মোশারফ হোসেন কার্যনির্বাহী সদস্য, আবু বক্কর কার্যনির্বাহী সদস্য, মরিয়ম আক্তার ঝর্ণা কার্যনির্বাহী সদস্য, পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম মন্ত্রণালয়ের এর উপ-পরিচালক সালিশ ও প্রশিক্ষণ শাখার জনাব মোহাম্মদ হাফিজ আহমেদ মজুমদার ও শ্রম কর্মকর্তা জনাব শাহ সুলতান আশরাফুল আহমেদ।
Facebook Comments