প্রকাশিত সময় : নভেম্বর, ৩, ২০২০, ০৭:৫১ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 796 জনরতন হোসেন মোতালেব: সাভারের বিরুলিয়া এলাকার ‘অমর ফ্যাশন লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন-ভাতা না দিয়ে মালিক পালিয়ে যাওয়ার অভিযোগ করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে শ্রমিকরা। মঙ্গলবার (৩ নভেম্বর ) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অপূর্ব দত্ত। এর আগে সোমবার(২ নভেম্বর) রাতে শ্রমিকদের পক্ষে কারখানাটির শ্রমিক শফিকুল ইসলামসহ ৬ জন থানায় হাজির হয়ে এ অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন- কারখানার মালিক কুমিল্লা জেলার দেবীদ্বার থানার সস্পা নগর গ্রামের মৃত ডাক্তার মোবারক হোসেনের ছেলে মোসাদ্দেক হোসেন (৪৭) ও তার স্ত্রী মরিয়ম হোসেন (৩৭)। অভিযোগ সূত্রে জানা যায়, সাভারের বিরুলিয়া এলাকার ‘অমর ফ্যাশন লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার শ্রমিকদের আগস্ট, সেপ্টেম্বর, ও অক্টোবরসহ তিনমাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা নিয়ে বিভিন্ন তালবাহানা করে আজ দিব কাল দিব বলে শ্রমিকদের ২৫ অক্টোবর পর্যন্ত কাজ করতে থাকে সবশেষ ২৬ অক্টোবর রাতে শিপমেন্টের মালামাল ও শ্রমিকদের তিনমাসের বকেয়া বেতনের একুশ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। খোঁজ নিয়ে জানা যায়, কারখানাটির নাম ‘অমর ফ্যাশন লিমিটেড’ হলেও পূর্বের কারখানা ও ভবন মালিকের তাসকিন এ্যাপারেল্স লিমিটেড নামে চালানো হয়। তবে ভবন মালিক বেলাল হোসেন জানান, কয়েক মাস আগে তার কাছে থেকে ভবন ও কারখানাটির মেশিনপত্র ভাড়া নিয়ে কারখানা শুরু করেন মোসাদ্দেক হোসেন। বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন জানান, শ্রমিকদের তিন’মাসের বেতন-ভাতা না পেয়ে শ্রমিকরা মানবতার জীবনযাপন করছে। প্রশাসন ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই যে এতগুলো শ্রমিকের বেতন দেওয়া হচ্ছে না অবিলম্বে মালিককে বের করে অন্তত শ্রমিকের বেতন গুলো দেওয়ার ব্যবস্থা করে দেয় হোক। সাভার মডেল থানার বিরুলিয়া ফাড়ি ইনচার্জ (এসআই) অপূর্ব দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এব্যাপারে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।
Facebook Comments