রতন হোসেন মোতালেব: (সাভার) সাভারের হেমায়েতপুরে একটি প্লাস্টিক টিউব কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার ( ০১ অক্টোবর ) দুপুর ১২ টার দিকে সাভারের হেমায়েতপুর এলাকার পদ্মা ক্যান্স লিমিটেড এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ০৫ জন শ্রমিক আহত হন বলে জানা গেছে। আহতরা হলেন- শরিফ (১৮), সোহেল রানা (১৮), মেহেদী হাসান (৩০), রেজওয়ান হোসেন (১৮) ও হিরণ (৩০)। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে এ ব্যাপারে কথা বলতে চাইলে কারখানাটির কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সংবাদ কর্মীরা ব্যর্থ হন।
Facebook Comments