প্রকাশিত সময় : মে, ১, ২০২২, ১১:৪৭ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 187 জনসাভার প্রতিনিধি:“শ্রমিক আন্দোলন থেকে সুবিধাবাদ হঠাও শ্রমিক শ্রেণির নেতৃত্বে সংগ্রামী আন্দোলন গড়ে তোল স্লোগানকে সামনে রেখে সাভারের আশুলিয়ায় মে দিবস পালন করছে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। আজ রবিবার সকালে সংগঠনটির আশুলিয়া কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তপন সাহা বলেন, ১৩৬ বছর আগে শ্রমিকরা তাদের বেতন ভাতা নিয়ে যে আন্দোলনের সূচনা করেছিলেন, তা আজও থামেনি। শ্রমিকদের অধিকার আদায় হয়নি। এখনও অনেক গার্মেন্টসে শ্রমিকদের ১৫ থেকে ১৬ ঘণ্টা কাজ করতে হয়। গার্মেন্টসে অতিরিক্ত সময় কাজ করায় কিন্তু পারিশ্রমিক দেয় না। এসময় তিনি আরো বলেন, আমরা শ্রমিকদের নিয়ে কাজ করতে পারি না। কারণ মালিকদের দালালরা আমাদের প্রতিবাদের কণ্ঠ চেপে ধরেছে। করোনার মধ্যেও মালিকরা কারখানা খোলা রেখেছে। তারা প্রণোদনার নামে হাজার কোটি টাকা সরকারের কাছ থেকে নিয়ে বিদেশে পাচার করেছে। এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনটির ঢাকা জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান, আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ ইউসুফ শেখ, সাভার আশুলিয়া ধামরাই আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব, শাহিন মিলন সহ বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।
Facebook Comments