প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১, ২০২৪, ০১:৫৫ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 217 জন((গোলাম রসুল))
রাজধানী ঢাকাসহ দেশের ১০টি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের মধ্য থেকে শনিবার পর্যন্ত ৬১০ জন বাড়ি ফিরে গেছেন। আহত ২১৯ জন ছাত্র সিএমএইচগুলোতে এখনও চিকিৎসা নিচ্ছেন।
শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, গত ১৮ আগস্ট থেকে সারা দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের দ্রুত সুস্থ করে তোলার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে ও আন্তরিকতার সঙ্গে সিএমএইচসমূহে জরুরি ও উন্নত চিকিৎসা সেবা প্রদান করছে।
সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিএমএইচসহ দেশের অন্যান্য ১০টি সিএমএইচে সর্বমোট ৮২৯ জন আহত ছাত্র চিকিৎসা সেবা গ্রহণের জন্য আসেন। তার মধ্যে ২১৯ জন আহত ছাত্র সিএমএইচসমূহে চিকিৎসাধীন আছেন এবং অবশিষ্ট ছাত্ররা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
বাংলাদেশ সেনাবাহিনী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের অতিদ্রুত সুস্থতা কামনা করছে। পাশাপাশি দেশব্যাপী আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসাসেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে সদা তৎপর রয়েছে।
Facebook Comments