প্রকাশিত সময় : জুলাই, ৪, ২০২৪, ০৮:২১ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 361 জনমোঃ আল আমিন সরকার
সিজন্স ড্রেসেস লিমিটেড” খাঁপাড়া রোড, টঙ্গী পশ্চিম থানা, গাজীপুর থেকে ৩৫০/৪০০ জন শ্রমিক তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পাওয়ার দাবিতে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতা শাহীন ভূইয়ার নেতৃত্বে ১১ ঘটিকায়।
উত্তরা পশ্চিম থানাধীন তাদের মালিক বাকের চৌধুরীর বাসা ঘেরাও করে বিক্ষোভ করছে। তিন মাসের বকেয়া বেতন, ঈদ বোনাছ সহ বিভিন্ন ছুটি টাকা বকেয়া থাকায় শ্রমিকরা চরম ক্ষোভ নিয়ে মালিকের খোঁজে তার বাসার সামনে অবস্থান করছে এবং কিছুক্ষণ পরপর স্লোগান দিচ্ছে।
বৃঃস্পতিবার সকাল ১১ টার দিকে উত্তরা ১৩ নং সেক্টর ১৩ নং রোড ময়লার মোড় ৮০ নং বাড়ীর অবস্থান নিয়েছে। শ্রমিকরা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততোক্ষণ পর্যন্ত বাড়ীর সামনে অবস্থান করবেন।
শ্রমিকরা জানিয়েছেন মালিককে খুঁজে না পেয়ে বাসার সামনে সকাল সাড়ে ১১ টার দিকে অবস্থান নেন। একপর্যায়ে উত্তরা পশ্চিম থানার পুলিশ এসে শ্রমিকদের শান্ত করে মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন।
বিক্ষুব্ধ কয়েকজন শ্রমিক জানান,এর আগে কয়েক দফা বকেয়া বেতন দেয়ার কথা ছিল। সকাল থেকে শ্রমিকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও মালিকপক্ষের কেউ আসেননি। এমনকি ফোন করলেও কেউ ফোন ধরেননি।
এর আগে বেতনের জন্য কয়েকবার তারিখ দিয়েও মালিকপক্ষের কেউ আসেননি। বৃহস্পতিবার বিভিন্ন লোক মারফত মালিকের বাসার ঠিকানা জানতে পেরে শ্রমিকরা ওই গার্মেন্টস মালিকের বাসায় এসে হাজির হন।
উত্তরা পশ্চিম থানার পুলিশ বলেন গার্মেন্টস শ্রমিকরা জড়ো হয়েছিল ওই গার্মেন্টস টঙ্গি পশ্চিম থানা খাঁপাড়া রোড অবস্থিত। তারা মালিককে বাসায় না পেয়ে বাসার সামনে অবস্থান করছে। তবে কোন অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
Facebook Comments