প্রকাশিত সময় : জুন, ১৮, ২০২০, ০৮:০৫ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 697 জনওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চৌদুয়ার গ্রামের সেলিম রেজা (৬১) গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ২ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে জানা যায়, তিনি গত কয়েক মাস আগে রোড এক্সিডেন্ট এর শিকার হন। তারপর থেকে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। মাঝেমধ্যেই নাক দিয়ে রক্ত খনন হতো এবং আবোল তাবোল প্রলাপ করতেন। মৃত ব্যক্তি সেলিম রেজার ছেলে বলেন, গতরাত্রে আমি বাহিরে বের হলে বাবার ঘরের দরজা খোলা পাই। এ সময় বাবাকে রান্না ঘরে ঝুলন্ত অবস্থায় দেখি। আমার চিৎকার-চেঁচামেচিতে ঘর থেকে আমার বোন বেরিয়ে আসলে তাকে মৃত অবস্থায় উদ্ধার করি। এ সময় ইউপি সদস্য হাওয়া বলেন, সেলিম রেজার সাথে কারো কোন পারিবারিকভাবে ঝামেলা ছিল না। ভারসাম্যহীনতার কারণেই এই অপমৃত্যুর ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে কামারখন্দ থানার উপ পরিদর্শক এস আই ইয়ামিন সরকার জানান, সকাল ১০.৩০ এর দিকে খবর পেলে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে জানতে পারি, ভারসাম্যহীনতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এটি একটি অপমৃত্যুর ঘটনা। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি, অপমৃত্যুর কারণে লাশ ময়নাতদন্তের জন্য পাঠাইনি, দাফনের জন্য অনুমতি দিয়েছি। থানায় এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments