প্রকাশিত সময় : জুন, ২, ২০২০, ০৮:৫৪ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 651 জনসিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ফের সংঘর্ষে জড়িয়েছেন পরিবহন শ্রমিকদের দুটি পক্ষ।
মঙ্গলবার (২ জুন) বিকেল পৌনে ৬টার দিকে এ সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের শ্রমিকরা ইট-পাটকেল ছুঁড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
এর বিকেল ৪টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। এসময় এনা পরিবহনের কাউন্টারসহ চারটি বাসে ভাঙচুর চালায় শ্রমিকরা। ওই সময় পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি ও র্যাব তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, প্রথম দফা সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক ছিলো। আকষ্মিকভাবে ফের সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ প্রায় ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে উভয়পক্ষকে টার্মিনাল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিরোধ মেটাতে বুধবার (৩ জুন) বৈঠকে বসবেন বলে জানিয়েছে পরিবহন শ্রমিক নেতারা।
সূত্র.রাইজিংবিডি
Facebook Comments