প্রকাশিত সময় : নভেম্বর, ৫, ২০২০, ০৬:৪৩ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 721 জনতরিকুল ইসলাম (হাকিমপুর উপজেলা) প্রতিনিধিঃ-দিনাজপুরের হিলিতে চুরি,ডাকাতিসহ একাধিক মামলার আসামী মোকতার হোসেন ওরফে মুক্তারকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। রাত ১২ টায় টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ। তিনি আরো জানান,গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের একটি টিম টাঙ্গাইল জেলার মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি, ডাকাতি সহ আরও অন্যান্য অপরাধের মোট ০৯ (নয়) টি মামলায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত পলাতক মোকতার হোসেন ওরফে মুক্তার (৪০) আটক করা হয়েছে। তাকে আজ দুপুরে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত মুক্তার উপজেলার সাদুরিয়া (পশ্চিম পাড়া) গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
Facebook Comments