প্রকাশিত সময় : অক্টোবর, ২৮, ২০২০, ০২:১৩ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 721 জনতরিকুল ইসলাম (হাকিমপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে টানা ছয়দিন পূজার ছুটি শেষে আজ বুধবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বুধবার সকালে ভারত থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্যে দিয়ে দুই দেশের বাণিজ্য কার্যক্রম শুরু হয়।
এছাড়াও বন্দরের বেসরকারি ওয়্যার হাউজ পানামা পোর্টের ভেতরেও শুরু হয়েছে পণ্য ওঠা-নামার কাজ।
বন্দরের বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে টানা ছয়দিন বন্ধ ছিলো হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি। তবে সেই ছুটি কাটিয়ে আজ বুধবার সকাল থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে।
Facebook Comments