মোঃ আব্দুল হামিদ মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলা হিজুলী গ্রামের ইয়ারুল বিশ্বাস (৫০) দুই বছর আগে নিজ জমিতে একটি সেচ মোটর বসান,ইয়ারুল বিশ্বাসের সাথে কথা বলে জানান, সে ছয় লক্ষ টাকা খরচ করে মাটির নিচ দিয়ে পাইপ দিয়ে চাষির জমিতে সেচ দিচ্ছেন, ইয়ারুল বিশ্বাসের প্রায় চল্লিশ বিঘা জমিতে সেচ দিচ্ছেন, কিন্তু ইয়ারুলের প্রতি হিংসা করে মেহেরপুর সদর উপজেলা হিজুলী গ্রামের শেরফুল এনাম (৫৫) পিতা মৃত মোহাম্মদ আলী, বিভিন্ন ভাবে ইয়ারুল বিশ্বাসকে হুমকিদিচ্ছে,বলে জানান পার্শ্ববর্তি সেচ মোটর মালিক আব্দুল হালিম বলেন যে শেরফুল এনাম ইয়ারুলের মোটরের পাইপ ও মোটর ভেঙে দিবেন এবং ইয়ারুল বিশ্বাসকে মারধোর করবেন, শেরফুল এনাম এর দাবি যে ইয়ারুলের মোটরের পাসে আর একটা মোটর বসাবেন শেরফুল এনাম, তাই ইমরুল ইসলাম বলে শেরফুল এনামকে তুমি মোটর বসালে আমার মোটর থেকে আটশো ফিটের বাইরে মোটর বসাও,কিন্তু শেরফুল এনাম বলে আমব ঔ মোটারের পাশে মোটর বসাবো। ইমরুল বিশ্বাস জেনারেল ম্যানেজার মেহেরপুর পল্লী বিদ্যুৎ কে লিখিত অভিযোগ দাখিল করেছেন এবং সহকারী প্রকৌশলী (ক্ষুদ্র সেচ)বি,এ,ডি,সি মেহেরপুরকে অভিযোগ দাখিল করেছেন।
Facebook Comments