প্রকাশিত সময় : আগস্ট, ১৫, ২০২০, ০৮:০৪ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 747 জনপাবনা প্রতিনিধি: আজ ১৫ আগস্ট শোক দিবস পালন করলেন পাবনা জেলা বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, উপস্থিত ছিলেন কেনদীয় কমিটির সভাপতি সাইদুল রহমান লুৎফর ও কেনদীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন পাবনা জেলা সভাপতি সাববীর বিশ্বাস পাবনা জেলা সাধারণ সম্পাদক আগুর বিশ্বাস শুভ আরো অনেকে বঙ্গবন্ধু ও তার সপরিবারে শহিদদের আত্মা দোয়া ও মিলাদ মোনাজাত করেন, গরীব দুঃখ মানুষের মাঝে অন্ন বিতরণ করছেন। বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইদুল রহমান লুৎফর বললেন আমি নিজেই এক জন্য শহিদ পরিবার সদস্য যে পরিবারের মানুষ শহিদ সেই বুঝিতে পারেন শহিদ পরিবার জালা ও জনতনা কি?
Facebook Comments