প্রকাশিত সময় : আগস্ট, ২৮, ২০২০, ০২:১২ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 604 জনদুই দশক ধরে খুঁজে ফিরেছেন মাকে। পাঁচ বছর শরীয়তপুরে বাড়ির পাশের থানার একটি পরিবারে বেড়ে উঠলেও নিজ পরিবারের দেখা পাননি। সময় সংবাদে প্রচারিত রিপোর্টে তাকে দেখেই চিনতে পারেন পরিবারের সদস্যরা। অবশেষে মায়ের বুকে ফিরে গেছেন সিরাজ। ২০ বছর মায়ের মুখ দেখেনি সিরাজ। মায়ের বুকেও যেন জমে ছিল কারবালার তৃষ্ণা।
গাড়ি থেকে নামতেই ছেলেকে বুকে টেনে নেন মা। সন্তানকে এত বছর ফিরে পাবেন তা কখোনো স্বপ্নেও ভাবেননি। মা জানান, হে আল্লাহ আমাকে তুমি দিয়েছো; আমার মানিককে আমার কাছে ফিরিয়ে দাও। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি; আল্লাহ ফিরিয়ে দিয়েছে। সিরাজের বিশ্বাস ছিল, মৃ’ত্যুর আগে মায়ের সঙ্গে দেখা হবে। কৃতজ্ঞতা জানালেন সময় সংবাদকে। তাকে নিয়ে রিপোর্ট প্রচারের দিনেই পরিবারের খোঁজ পেয়ে যান।
পরিবারের স্বজনরা জানান, বাবার নাম মোস্তফা, মায়ের নাম কুলসুম। এটা প্রকাশের পর থেকেই ওকে আমরা চিনতে পেরেছি। ঢাকা থেকে হারিয়ে যাওয়ার পর সিরাজের বড় মামা টানা ২০ দিন মাইকিং করেছিলেন পুরান ঢাকার অলিতেগলিতে। ৮-৯ বছরের সিরাজ তখন নারায়ণগঞ্জের সোনারগাঁওতে। আরেক পরিবারে বেড়ে উঠলেও কখোনোই ভোলেননি নিজের পরিবারের কথা।
সূত্র.সময় নিউজ
Facebook Comments