প্রকাশিত সময় : জানুয়ারি, ২৫, ২০২৫, ০৮:০৯ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 45 জনইব্রাহিম হাসান (হাসনাইন)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর এর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে তুরাগ থানা ৫২ নং ওয়ার্ড বিএনপি।
আজ শনিবার দুপুরে এই আয়োজন করে তুরাগ থানা বিএনপি নেতা মোঃ ইসহাক মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তুরাগ থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকা। ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদ, তুরাগ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল হালিমসহ উত্তরা ও তুরাগ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী ও স্হানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মোস্তফা জামান বলেন, আওয়ামীলীগ এদেশের মানুষের সাথে প্রতারণা করেছে, দশ টাকা চালের কথা বলে ১০০ টাকায় চাল খাইয়েছে, প্রথমবার ভোট প্রতারণার মাধ্যমে নিয়েছে পরবর্তী ভোট তারা নিজেরাই দিয়েছে। সেই ভোটের জনগণের কোন অংশগ্রহণ ছিল না।
গত ১৭ বছর সৈরাতান্ত্রিক উপায়ে দেশ শাসন করেছে আওয়ামী লীগ। আমরা আওয়ামী লীগ হতে চাই না। আমরা স্বাধীনতায় বিশ্বাসী, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, জনগণের রায় আমাদের সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। পরে দুপুর দুইটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে দোয়া শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সম
Facebook Comments