প্রকাশিত সময় : জানুয়ারি, ৩১, ২০২৫, ০৭:২১ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 49 জনআশুলিয়া প্রতিনিধিঃ
আশুলিয়া চকে চলছে মাটিকাটর মহাউৎসব শীত মৌসুমেই বাড়ে মাটি খেকোদের উৎপাত, মাটি খেকুরা নদী এবং নদীর তীর ঘেষা ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করা হচ্ছে ইটভাটা সহ বিভিন্ন নিচু জায়গা ভরাট কোরছে। আশুলিয়ার মধ্যের ব্রিজ সংলগ্ন নদীর কুল ঘেঁষে বেশ কয়েকটি স্থান থেকে ভেকু দিয়ে মাটি কেটে নেয়া হচ্ছে ইটভাটায়। এর ফলে একদিকে যেমন ঝুঁকিতে রয়েছে নদীর তীর ঘেষা লোকবসতি অন্যদিকে কমছে ফসলি জমি।
আশুলিয়ার – ধউর বেরীবাঁধ মধ্যের ব্রিজের দক্ষিন পাশে সরেজমিনে গিয়ে দেখা গেছে নদীর কুলঘেষে নদীর বাঁধ কেটে ও ফসলি জমি থেকে ভেকু দিয়ে মাটি ট্রাকযোগে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়।
নদীর পাশে বাঁধ কাটা হয়েছে প্রায় ১০০ গজ সাই সাথে কাটা হচ্ছে ফসলি জমি।ক্ষেতে কাজ করতে আসা এক ব্যাক্তি জানিয়েছেন ভেকুর সাহায্যে মাটি কাটছে জায়গাটা র্নিজন হওয়ার কারনে অবৈধ ভাবে ইচ্ছে মত মাটি কেটে ট্রাকযোগে নিয়ে যাচ্ছে ইট ভাটা সহ বিভিন্ন স্থাপনায়। দিন-রাত ২৪ ঘন্টা ট্রাক দিয়ে এসব মাটি নিয়ে যাওয়া হচ্ছে।
পাশে থাকা একজন এ বিষয়ে বলেন, ফসলি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি এটা অন্যায়৷ নদী কুল কেটে নিয়ে যাচ্ছে যেন দেখার কেউ নেই।
মাটি কাটা শ্রমিকদের সাথে কথা বলতে গেলে ভেকুর ড্রাইভারসহ দুই একজন শ্রমিকরা বলেন, আমরা কিছু জানি না।আমাদের যে ভাবে বলছে আমরা সেভাবেই কাজ করছি।
এবিষয় আশুলিয়ার এক ব্যবসায়ী জানিয়েছেন এভাবে,কৃষি জমি সরকারি নদী খাল যদি অবৈধ ভাবে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে মটি খেকোরা এভাবে ভেকু মাটি কেটে সাপার করে দেবে।
Facebook Comments