প্রকাশিত সময় : মে, ১১, ২০২০, ০৯:৩২ পূর্বাহ্ণ
পাঠক দেখেছেন 711 জনপ্রত্যয় বিশ্বাস: ইউনিটি সোস্যাল এন্ড কালচার অরগানাইজেশন (আসকো) সামাজিক ও সাংস্কৃতিক মূলক সংগঠনের উদ্যোগে ১০ মে ২০২০ ঢাকা তে রমজানে দারিদ্র্য মানুষের মাঝে খাদসামগ্রী বিতরণ করে। একসময়ে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো.ফাহিম রায়হান, সাংগঠনিক সম্পাদক মো.মাহিউল ইসলাম তাজবীর, সাংস্কৃতিক সম্পাদক সামিরা সুফিয়ান, কার্যকরী সদস্য সাদিয়া সুলতানা, কার্যকরী সদস্য আবরার আহনান সোয়াত। সার্বিক সহযোগিতার ছিলেন, অংকনী চক্রবর্তী, সোনিয়া পারভীন, মো.ফাহিম রায়হান, এম.এইচ রাসেল, পারভীন আক্তার, মো.মাহিউল ইসলাম তাজবীর, আফজাল হোসেন, শোইয়েব, সামিরা, সাদিয়া, সোয়াত, রিমি, হিমেল প্রমূখ। আসকো সংগঠনটি প্রতিষ্ঠিত করা হয় ৪ই নভেম্বর ২০১৬ সালে। আসকো’র মধ্যমে সব সময় অসহায় মানুষ ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে থাকে। সংগঠনে রয়েছে কিছু একঝাঁক সাংস্কৃতিকবান তরুন – তরুনীর মাধ্যমে বাস্তবায়ন হয়। এই মহামারী দিনে আসকো’র মাধ্যমে কিছু সংখ্যাক মানুষের কাছে খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হয়।
Facebook Comments