ফুলবাড়ী,প্রতিনিধিঃদিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আটপুকুর হাট (নিরানকুড়ী) এলাকার বাসিন্দা মৃত আলহাজ্ব মোজাম্মেল হক এর স্ত্রী মোছাঃ লুৎফাতুন জাহান। স্বামী ২০১৬ সালে মারা যান। তখন থেকেই অবহেলিত লুৎফাতুন জাহান।কয়েক বছর কষ্টে দিন কাটালেও কিছু দিন পূর্বে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ মায়ের সেবায় অন্যান্য ছেলেরা এগিয়ে না আসলেও তার চিকিৎসা সেবার দায়িত্ব নেন মেয়ে রেজিনা খাতুন ও ছোট ছেলে মোঃ দেলোয়ার হোসেন। কিন্তু মৃত মোজাম্মেল হক এর রেখে যাওয়া ধন-সম্পদ জোর দখল করে রেখেছেন ছেলে আব্দুল লতিফসহ ৫ ছেলে। গত ২১ আগস্ট লুৎফাতুন জাহান এর অংশের জমির খায়-খালাশি বাবদ ছেলে আব্দুল লতিফ এর কাছে চিকিৎসার জন্য টাকা চাইতে জান তার মেয়ে রেজিনা খাতুন। আব্দুল লতিফ মায়ের চিকিৎসার জন্য টাকা না দিয়ে ছোট বোন রেজিনা খাতুনকে মারপিট করে জখম করে ফেলেন।এই ঘটনা রেজিয়া খাতুন বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।লুৎফাতুন জাহান জানান,আমার স্বামীর রেখে যাওয়া সমস্ত ধন- সম্পদ আব্দুল লতিফসহ ৫ছেলে জোর পূর্বক দখল করে রেখেছে।আমার স্বামী মারা যাওয়ার পর কিছু দিন তারা আমার খোঁজ খবর নিতেন এবং খরচ খরচা দিতেন। পরে তারা আমার খোঁজ খবর না নেওয়ায় আমার ছোট ছেলে দেলোয়ার হোসেন এর নিকট অবস্থান করছি। এমতাবস্থায় আমি গুরুতর অসুস্থ হয়ে পড়লে আমার মেয়ে রেজিনা ও ছেলে দেলোয়ার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। কিন্তু চিকিৎসার ব্যয়ভার বেশি হওয়ায় তারা আমার ছেলে আব্দুল লতিফ এর নিকট জমির খায়-খালাশী বাবদ টাকা চাইতে গেলে সে টাকা দিতে অস্বীকার করে রেজিনা খাতুনকে মারপিট করে। আমি আমার স্বামীর রেখে যাওয়া ধন-সম্পদ সঠিক ভাবে বন্টন এর দাবি জানাচ্ছি। এবং সন্তানদের প্রতি অনুরোধ জানাচ্ছি,তারা যেন আমার সু চিকিৎসার ব্যবস্থা করেন।
Facebook Comments