কবিঃ মোঃ আব্দুল হামিদ
ঘরের বাতি বন্ধ আছে,ফ্যানের চাকা ঘোরে না!
ফ্রিজটাও বন্ধ আছে ক মাস ধরে চলে না।
তবুও মিটার আমার ঘুরতাছে খুব,বড়য় সচল।
কে বলেরে ভাই আমার দেশে সবি যে সচল?
আট্টার গাড়ি নয়টায় আসে,নয়টার গাড়ি দশটায়,
বিদ্যুৎ বিলটা নিয়ম মেনে আসে প্রতি মাসে।
কারেন্টের ওই তারে নাকি অনেক কারেন্ট খায়?
হাজার টাকার বিলে থাকা কাগজ পাওয়া যায়,
বিল দিতে ভাই দেরি হলে ?লাইন কেটে দেয়।
কে বলেরে ভাই আমার দেশে সবি যে সচল?
টাকায় কিনা মিটার আমার,দশ টাকা তার ভাড়া।
বলতে গেলে এসব কথা ,বলবে লোকে তেড়া।
আকাশটা ভাই হয়লে কালো,মৃদ্রু বাতাস এলে!
নিরাপ্তার ওযুহাতে দেয়যে ফিউজ ফেলে।
আশা যাওয়া তাদের হাতে,সকল কাটি কল।
কে বলেরে ভাই আমার দেশে সবি যে সচল??
Facebook Comments