প্রকাশিত সময় : এপ্রিল, ২, ২০২০, ০৬:৫৮ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 751 জনটাঙ্গাইল ধনবাড়ী থেকে ( নূরনবী ) বাংলাদেশ সরকারে পক্ষ থেকে কোভিড -১৯ মোকাবেলা করতে সারা দেশের ন্যায় ধনবাড়ী করোনার প্রভাবে স্থবির হয়ে পড়েছে পাচঁপোটল গ্রামের মানুষ । জরুরি প্রয়োজনীয় কিছু জিনিসপত্রের দোকান ছাড়া লকডাউন করা হয়েছে গোটা উপজেলার সবকিছু। সবখানেই থমথমে অবস্থা বিরাজ করছে। খুব বেশি দরকার না হলে ঘর থেকে বের হচ্ছে না বিত্তবানরা। কিন্তু শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ পেটের দায়ে বাইরে বের হলেও কাজ পাচ্ছে না। ফলে তাদের পরিবারে নেমে এসেছে দৈন্যদশা। সরকারের নির্দেশনা অনুযায়ী গত বুধবার থেকে সকল হাটবাজারগুলোতে ওষুধ, মুদি ও কাঁচামাল বাদে সমস্থ দোকানপাট বন্ধ ঘোষণা করেছে ধনবাড়ী উপজেলা প্রশাসন। যার কারণে লোকসমাগম একেবারেই কমে গেছে। , শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষকে সরকার মানবিক সহায়তা প্রদাানের ঘোষণা দিয়েছে। এরই ধারাবাহিকতার পাশাপাশি স্থানীয় বলিভদ্র ইউনিয়নের নেতা রুহল আমিন,রবিউল আলম,সাইফুল ইসলাম,নূর নবী,ফারুক মন্ডল, হারুন,লালন,মনির হোসেনের নেতৃত্বে দুস্থ্য অসহায় মানুষদের মধ্যে গত কাল ১ এপ্রিল (বুধবার) ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
Facebook Comments