প্রকাশিত সময় : নভেম্বর, ২১, ২০২১, ০১:১১ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 770 জনসাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ৮৫ হাজার শ্রমিককে করোনা টিকার আওতায় আনার কার্যক্রম শুরু করেছে ডিইপিজেড কর্তৃপক্ষ।
রোববার (২১ নভেম্বর) সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহায়তায় ডিইপিজড হাসপাতালের সামনে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা জেলার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান।
এসময় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সায়েমুল হুদা, ডিইপিজেডের মহাব্যবস্থাপক আবদুস সোবহান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কনসালটেন্ট, মুহিবুল কাশেম, বেপজা হাসপাতালের চিফ মেডিকেল অফিসার (অঃ) কর্নেল ডা. সিদ্দিক আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে ডিইপিজেডের ৯৭টি শিল্প প্রতিষ্ঠানের ৮৫ হাজার শ্রমিককে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হবে। টিকাদানের প্রথম দিনে ১ হাজার জনকে টিকা দেওয়া হবে। সোমবার (২২ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ১৫ হাজার এবং শনিবার থেকে ১ হাজার জনকে টিকা দেওয়া হবে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলবে।
সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান জানান, পর্যায়ক্রমে সকল শ্রমিককে করোনা টিকার আওতায় আনা হবে। ডিইপিজেডের বাইরে অবস্থিত শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রমিকসহ সংশ্লিষ্টদের টিকার আওতায় আনার লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রয়োজনীয় টিকা এখানে আনা হবে। এরপরও প্রয়োজন হলে ঢাকা থেকে আমরা টিকা সরবরাহ করবো।সূত্র.risingbd.com
Facebook Comments