প্রকাশিত সময় : আগস্ট, ২৪, ২০২০, ০২:৫২ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 1155 জনওই গ্রামের ইউপি সদস্য মিল্টন জানান, আশরাফুলকে নিষেধ করা সত্ত্বেও সে আমাকে না জানিয়ে এটা ভেঙে ফেলে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, এটা ভাঙার ব্যাপারে আমি কিছুই জানি না। আমাকে কোনো কিছু না জানিয়েই এটা ভেঙে ফেলা হয়েছে। অভিযুক্ত আশরাফুল বলেন, এটা তৈরিতে আমার অবদান ছিল তাই আমি ভেঙেছি। এটা ভেঙে আমরা ক্লাব তৈরি করব।
এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদ রানা জানান, এ ব্যাপারে আমি অবগত নই। স্কুলের প্রধান শিক্ষক আমাদের কাছে লিখিত অভিযোগ করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
Facebook Comments