প্রকাশিত সময় : এপ্রিল, ২৭, ২০২০, ০৯:৫১ অপরাহ্ণ
পাঠক দেখেছেন 722 জনদিনাজপুরের বিরামপুর উপজেলায় এক মানবশিশুর অপরিণত ভ্রূণ উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ। সোমবার সকালে উপজেলার কাটলা ইউনিয়নের হরিহরপুর গ্রাম থেকে ওই ভ্রূণটি উদ্ধার করা হয়। বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির বিষয়টি নিশ্চিত করেন।
গ্রামবাসীর বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, হরিহরপুর পিঁয়াজবাড়ি গ্রামে বিরামপুর কাটলা পাকা রাস্তার পাশে একটি পুকুরপাড়ে কে বা কারা ওই অপরিণত শিশুর ভ্রূণ ফেলে রেখে যায়। পরে কাক ঠোঁটে নিয়ে আছড়ে খাওয়া শুরু করলে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে সেটি উদ্ধার করে নিয়ে যায়।
থানার এসআই আমিনুল ইসলাম বলেন, ওই ভ্রূণের বয়স আনুমানিক ৪ থেকে ৫ মাস হতে পারে। উদ্ধারের আগেই কাকের ঠোঁটের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায়।
বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান মনির বলেন, মানব ভ্রূণটি ময়নাতদন্তের জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।সূত্র.জাগোনিউজ
Facebook Comments